News71.com
 International
 07 Aug 17, 09:45 AM
 195           
 0
 07 Aug 17, 09:45 AM

তেহরানের বিমান ঘাঁটিতে এক উন্মত্ত রক্ষীর গুলিতে ৪ সহকর্মী খুন

তেহরানের বিমান ঘাঁটিতে এক উন্মত্ত রক্ষীর গুলিতে ৪ সহকর্মী খুন

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ তেহরানের একটি বিমান ঘাঁটিতে এক উন্মত্ত রক্ষী মানসিক ভারসাম্য হারিয়ে গুলি করে ৪ সেনা সদস্যকে হত্যা করেছে৷ এ ঘটনায় আহত হয়েছে আরও আট জন৷ পরে গ্রেপ্তার করা হয়েছে ওই রক্ষীকে৷ অন্যদিকে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার ছক বানচাল করা হয়েছে এমনই দাবি করল ইরানি সেনা৷ বিবৃতিতে বলা হয়েছে,প্রতিবেশী আজারবাইজান সীমান্তের একটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷

সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকে নাশকতার চেষ্টা করেছিল জঙ্গিরা৷ গত জুন মাসের ইরানি পার্লামেন্টে জঙ্গি হামলার ভয়ঙ্কর মুহূর্ত দেখেছিল দুনিয়া৷ তেহরানে ইরানি জাতীয় আইনসভা মজলিসে হামলা চালায় জঙ্গিরা৷ আইনসভার ভিতরে ঢুকে পড়েছিল তারা৷ পরপর বিস্ফোরণ ও গুলির লড়াইয়ে ৫ জঙ্গি সহ ২৩ জনের মৃত্যু হয়৷ নাশকতা দায় নেয় আইএস৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন