News71.com
 International
 06 Aug 17, 10:16 AM
 177           
 0
 06 Aug 17, 10:16 AM

ভারতের তৈরি সবথেকে বড় যুদ্ধজাহাজ জলে ভাসাল শ্রীলঙ্কার সেনা

ভারতের তৈরি সবথেকে বড় যুদ্ধজাহাজ জলে ভাসাল শ্রীলঙ্কার সেনা

নিউজ ডেস্ক : ভারতের তৈরি সবথেকে বড় যুদ্ধজাহাজ SLNS Sayurala জলে ভাসল শ্রীলঙ্কার সেনাবাহিনী । গত বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপস্থিতিতে কলম্বো বন্দরে জলে ভাসে অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজটি। জাহাজে আধুনিক মিসাইল থেকে সবকিছুই উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। মূলত শ্রীলঙ্কার ভুখন্ডকে রক্ষা করতে এই যুদ্ধ জাহাজকে ব্যবহার করবে লঙ্কার নৌবাহিনী।

SLNS Sayurala ভারতের প্রতিরক্ষা সংস্থা গোয়া শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে। গত কয়েকমাস ধরে যুদ্ধকালীন তৎপরতায় এই জাহাজটি তৈরি করা হয়েছে। শুধু এই যুদ্ধ জাহাজটিই নয়, শ্রীলঙ্কা নৌবাহিনীকে আরও তিনটি আধুনিক ভেসেল বিক্রি করবে ভারত। এই মর্মেই ভারতের সঙ্গে চুক্তি হয় শ্রীলঙ্কার। সব ভেসেলগুলির নির্মান কাজ চলছে এখন দ্রুত। মনে করা হচ্ছে এই বছরের শেষ থেকে ধীরে ধীরে ভেসেলগুলি শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া সম্ভব। ভেসেলগুলির ওজন প্রত্যেকটি ২৪০০ টন এবং দীর্ঘ প্রায় ১০৫ মিটার।উল্লেখ্য শ্রীলঙ্কার সঙ্গে নৌসরঞ্জামসহ সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে বরাবরই ভালো সম্পর্ক আছে ভারতের। ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেনে এই সমস্ত যুদ্ধ জাহাজ ভারত তৈরি করছে। আর তা শুধু শ্রীলঙ্কাই নয়, একাধিক দেশকে বিক্রি করছে বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন