News71.com
 International
 06 Aug 17, 08:28 AM
 212           
 0
 06 Aug 17, 08:28 AM

রাশিয়ায় হীরাখনিতে বন্যার জল ।। নিখোঁজ ৮ খনি শ্রমিক  

রাশিয়ায় হীরাখনিতে বন্যার জল ।। নিখোঁজ ৮ খনি শ্রমিক   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় হীরাখনিতে জল ঢুকে অন্তত ৮ জন নিখোঁজ। গত শুক্রবার বন্যার কারণে আলরোসা খনিতে জল প্রবেশ করলে তারা নিখোঁজ হন। এই সময় খনিতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সুত্র জানায়, খনিতে জল প্রবেশের সময়ই ভেতরে থাকা বেশির ভাগ শ্রমিককে উদ্ধার করা হয়। তবে খনিটির দায়িত্বে থাকা আলরোসা কোম্পানি জানিয়েছে,শ্রমিকদের উদ্ধারে অভিযান এখনও চলছে।

এ ব্যাপারে কোম্পানিটির প্রধান নির্বাহী সার্গেই ইভানভ জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে সবধরনের তৎপরতা চালানো হচ্ছে। এ পর্যন্ত ১৪২ জন শ্রমিককে নিরাপদে খনি থেকে সরিয়ে আনা হয়েছে। এছাড়া গত শনিবার সকালেও একজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সেই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন