News71.com
 International
 06 Aug 17, 11:26 AM
 216           
 0
 06 Aug 17, 11:26 AM

ভারতের উত্তর প্রদেশে গ্রেফতার এক বাংলাদেশি জঙ্গি

ভারতের উত্তর প্রদেশে গ্রেফতার এক বাংলাদেশি জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হল আইএস মদতপুষ্ট এক বাংলাদেশি জঙ্গি। জানা গিয়েছে, ধৃত জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত। এই সংগঠনটির বিরুদ্ধেই বাংলাদেশের একাধিক ব্লগার এবং বুদ্ধিজীবীদের হত্যা করার অভিযোগ রয়েছে। মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ বাংলা টিম। সেই কারণে এটিকে আইএসের বাংলাদেশের আইএস শাখা সংগঠনও বলা হয়ে থাকে।

ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের ওই জঙ্গি মুজফফরনগর এলাকায় অন্যান্যদের জন্য জাল পরিচয়পত্র জোগাড় করার চেষ্টা করছিল। আইএস ভাবধারায় উদ্বুদ্ধ জঙ্গির গ্রেফতার ঘিরে কপালে ভাজ পড়েছে প্রশাসনিক কর্তাদের। শুধু তাই নয়, মুজফফরনগরের মট এলাকায় এই ধরণের জঙ্গির জাল পরিচয়পত্র জোগাড়ের বিষয়টিও ভাবাচ্ছে গোয়েন্দাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন