News71.com
 International
 06 Aug 17, 09:33 AM
 207           
 0
 06 Aug 17, 09:33 AM

আফগানিস্তানে বিমান হানায় খতম ৫০ তালিবান জঙ্গি

আফগানিস্তানে বিমান হানায় খতম ৫০ তালিবান জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি বাহিনীর বিমান হানায় ৫০ জন তালিবান জঙ্গি প্রাণ হারাল৷ আহত আরোও ৩ জন জঙ্গি৷ গতকাল শনিবার আফগানিস্তান প্রশাসন থেকে বিমান হানার খবর স্বীকার করে নেওয়া হয়েছে৷ জানাচ্ছে গত শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে জঙ্গিদের গোপন ডেরায় হামলা চালায় আমেরিকার বিমান বাহিনী৷ অতর্কিত বিমান হামলায় ৫০ জন জঙ্গি প্রাণ হারায়৷ এক নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জেলা প্রধান গুলাব মঙ্গল৷

এদিকে হামলার খবর আফগানিস্তান প্রশাসন মেনে নিলেও সবিস্তারে কোন তথ্য প্রকাশ করে নি৷ তালিবান ও আইএস জঙ্গিরা আফগানিস্তানের এলাকা দখলের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এদিনের হামলা সেই চেষ্টায় বড় আঘাত হানল নিরাপত্তা বাহিনী৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন