News71.com
 International
 06 Aug 17, 09:21 AM
 239           
 0
 06 Aug 17, 09:21 AM

আপাতত চুপ থাকব তবে চিরকাল নয়: পাক সাংবাদিকদের নেওয়াজ শরিফ

আপাতত চুপ থাকব তবে চিরকাল নয়: পাক সাংবাদিকদের নেওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ বসেছেন আমার বলার অনেক কিছুই আছে৷ তবে আপাতত চুপ থকব৷ কুর্সি থেকে বরখাস্ত হওয়ার পর এই প্রথম সংবাদ মাধ্যমে মুখ খুললেন পিএমএল-এন নেতা নেওয়াজ শরিফ৷ একইসঙ্গে তিনি এরও বলেন, চিরকাল তো আর চুপ করে বসে থাকব না৷ গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাঞ্জাব হাউসে সাংবাদিক সম্মেলন নওয়াজ শরিফ বলেন, দুর্নীতি, বা দেশের টাকা নয়ছয় করা, ঘুষ খাওয়ার প্রমাণ মিললে আদালতের রায়কে মেনে নেওয়া যেত৷ কিন্তু আমার বিরুদ্ধে তেমন কিছু প্রমাণ হয়নি৷

উল্লেখ্য সাম্প্রতিককালে পানামা পেপারসে ফাঁস হওয়া বিশ্বজোড়া দুর্নীতির একটি হল পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে গচ্ছিত রাখার বিষয়৷ এতে জড়িয়ে পড়ে শরিফ পরিবার৷ অভিযোগ ছিল, পুত্রের বিদেশি কোম্পানি থেকে পাওয়া অর্থের পরিমাণ নির্বাচনী হলফ নামায় দেখাননি নওয়াজ শরিফ৷ সেই প্রসঙ্গে শরিফ বলেন, আমি কোনও বেতন গ্রহণ করিনি৷ তাই নির্বাচনী হলফ নামায় বিষয়টি উল্লেখ করার দরকার ছিল না। যে অর্থ নিই নি জন্য কি ভাবে ট্যাক্স রিটার্ন দাখিল করব৷ ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেয়ার বিষয়ে অনেক কিছু বলার আছে তবে আপাতত চুপ থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন