News71.com
 International
 06 Aug 17, 09:07 AM
 197           
 0
 06 Aug 17, 09:07 AM

সিরিয়া সীমান্তে ফের নতুন করে সেনা মোতায়েনে জোর তুরস্কের

সিরিয়া সীমান্তে ফের নতুন করে সেনা মোতায়েনে জোর তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক : ফের নতুন করে সিরিয়া সীমান্তে সেনা মোতায়েন জোরদার করছে তুরস্ক৷ সম্প্রতি কুর্দি গেরিলা বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি হুমকির জবাবে এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তুর্কি প্রশাসন৷ যদিও তুরস্ক সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সীমান্তে একপ্রকার বাধ্য হয়েই নতুন করে বাহিনী মোতায়েনের উপর জোর দেওয়া হয়েছে৷ পাশাপাশি যুদ্ধ ট্যাংক, কামান ও হাউইটজারও রাখা হয়েছে৷ মূলত তুরস্কের কিলিস প্রদেশ চত্বরেই এইসমস্ত মোতায়েন করে রাখা হয়েছে৷

তুরস্ক সবসময় সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উপস্থিতি ও সক্রিয় তৎপরতার বিরোধিতা করে আসছে। আঙ্কারার ধারণা, সিরিয়ার ওয়াইপিজি হচ্ছে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র অংশ এবং দুটি গ্রুপই আলাদা কুর্দি রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এদিকে বরাবার ওয়াইপিজি-র পাশে রয়েছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ওয়াইপিজি-কে সমর্থন করা হচ্ছে বলে একাধিক বিবৃতিতিতেও দাবি করেছে হোয়াইট হাউস৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন