News71.com
 International
 04 Aug 17, 12:45 PM
 168           
 0
 04 Aug 17, 12:45 PM

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অপারেশনে আরও এক জঙ্গি নিহত।।

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অপারেশনে আরও এক জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত বুধবারের পর গতকাল বৃহস্পতিবার রাতেও ভারতীয় সেনার গুলিতে প্রাণ গেল এক জঙ্গির। ঘটনাস্থল আবারও সেই কাশ্মীর। জানা গিয়েছে,গতকাল বৃহস্পতিবার রাতের দিকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। এখনও চলছে অপারেশন। অনুমান ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। সেই কারণে সমগ্র এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। চালানো হচ্ছে তল্লাশি।

এর আগে গত বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন জঙ্গি মারা যান বলে মনে করা হচ্ছে৷এর মাঝেই এনকাউন্টারে লস্কর কমান্ডার আবু দুজানা খতম হয়৷ প্রথম থেকেই আবু দুজানা সহ আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার কথা জানার পরই সেনা-জওয়ানরা তল্লাশি অভিযানে নামে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন