News71.com
 International
 03 Aug 17, 11:40 AM
 227           
 0
 03 Aug 17, 11:40 AM

মারধর করে জমি দখলের অভিযোগ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দোপধ্যায়ের বিরুদ্ধে

মারধর করে জমি দখলের অভিযোগ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দোপধ্যায়ের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ গত শনিবার অজিত বন্দ্যোপাধ্যায়র হাজরা পরিবারের হাতে থাকা ১০, ১১, ১২ এবং ১৩ নম্বর হোল্ডি এর জমির দখল নিতে যায়। এর মধ্যে ১২ নম্বর জমিটির মালিকানা হাজরা পরিবারের হাতে নেই । সেই জমিটি অজিত বাবু নিজের নামে করে নিয়েছে বলে দাবি করে এবং চারটি প্লটের জমিই নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন তিনি । এসময় মুখ্যমন্ত্রীর ভাইকে জবর দখলে বাধা দিতে গেলে মারধোর করা হয়ে হাজরা পরিবারের সদস্য দের। নির্যাতন থেকে বাদ যায়নি মহিলারাও। হামলার স্বীকার হাজরা পরিবারের সদস্য দীপক হাজরার মতে, “আমরা চার পুরুষ ধরে এক এলাকায় আছি। ওই জমিতেই আমাদের ব্যবসা চলে। ১২ নম্বর জমিটা আমাদের নামে নেই। তবে ১৩ নম্বর জমিটা আমারা কিনেছি। অজিত বন্দ্যোপাধ্যায় ১২ নম্বর প্লটের জমি নিজের নামে করে নিয়েছে বলে দাবি করছে। কিন্তু, পুরো চারটে প্লটের জমিই দখল করতে চাইছে। ১০, ১১ নম্বর জমিতে বালি-পাথর ফেলেছে। ১২,১৩ নম্বরের জমি জুড়ে পাঁচিল দিচ্ছে। আমরা বাধা দিলে আমাদের মারধোর করে। আমার দিদিকেও মেরেছে।” এই বিষয়ে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপক বাবুর দিদি রঞ্জনা হাজরা। যদিও এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

সেই ঘটনার দিন তিনেক পরে গতবুধবার ফের জমি দখলের উদ্দেশ্যে হাজরা পরিবারের উপর হামলার অভিযোগ উঠল অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হাজরা পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, ‘বুধবার দুপুর দেড়টা নাগাদ বড় বড় হাতুড়ি-শাবল নিয়ে এসে হাজরাদের গ্যারাজে ভাঙচুর শুরু করে অজিত বাহিনী। প্রতিবাদ করতে গেলে ফের আক্রান্ত হন দীপক বাবু। তাঁর দিদি রঞ্জনা হাজরাকে অশ্রাব্য ভাষার গালিগালাজ করেন অজিত বন্দ্যোপাধ্যায়। এমন সময় দীপক বাবুকে চুলের মুঠি মারতে মারতে তুলে নিয়ে যায় কালীঘাট থানার পুলিশ।’আরও অভিযোগ, পুলিশের ঝামেলায় বাড়ির সকলে ব্যস্ত হয়ে যাওয়ায় গ্যারাজ সহ সমগ্র এলাকায় তাণ্ডব চালায় অজিতের দলবল। এদিনের ঘটনা নিয়েও কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন রঞ্জনা হাজরা। বুধবার রাতের দিকেও হাজরা পরিবারের গ্যারাজ ঘিরে একাধিক গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল অজিতের লোকজনেরা। যার ফলে নিজেদের গাড়ি সেখানে ঢোকাতে পারেনি বলে অভিযোগ করেছেন আক্রান্ত দীপক বাবু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন