
আন্তর্জাতিক ডেস্ক : গোটা কাশ্মির উপত্যকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি৷ আজ বৃহস্পতিবার সকালে ফের সোপিয়ান ডিস্ট্রিক্টে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ৷ চলছে এনকাউন্টার পর্ব৷ তবে আজকের সংঘর্ষে এরইমধ্যে আর্মি-জওয়ান শহিদ হওয়ার খবর পাওয়া গিয়েছে, আহত ১ সেনাকর্মী৷ এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, গতকাল রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে দু’জন জঙ্গি খতম হয়েছে বলে মনে করা হচ্ছে৷
জানাগেছে একটি অন্য ঘটনায়, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ডিস্ট্রিক্টের ইমাম সাহাব এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ কমপক্ষে দুই থেকে তিনজন জঙ্গি ওই এলাকায় রয়েছে বলে অনুমান৷ মুলত, গত মঙ্গলবার সকাল থেকেই চলছিল জঙ্গি তল্লাশি অভিযান৷ আর তার মাঝেই এনকাউন্টারে লস্কর কমান্ডার আবু দুজানা খতম হয়৷ প্রথম থেকেই আবু দুজানা সহ আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার কথা জানার পরই সেনা-জওয়ানরা তল্লাশি অভিযানে নেমে পড়ে৷ পুলওয়ামার হাকরিপোরা এলাকা ঘিরে ফেলা হয়৷ আবু দুজানা ছাড়াও খতম করা হয় আরও এক জঙ্গিকে৷