News71.com
 International
 03 Aug 17, 12:20 PM
 336           
 0
 03 Aug 17, 12:20 PM

বিতর্কিত ডোকলাম সীমান্ত এলাকা থেকে একতরফা ভাবে সেনা প্রত্যাহার করবে না ভারত

বিতর্কিত ডোকলাম সীমান্ত এলাকা থেকে একতরফা ভাবে সেনা প্রত্যাহার করবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ডোকলাম থেকে একতরফাভাবে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে না বলে চিনকে হুশিয়ারি দিল ভারত৷ জানাগেছে চিন সরকার সম্প্রতি মিডিয়াতে একটি ডকুমেন্ট প্রকাশ করে দাবি করে যে,২৭০ জন সস্ত্রশ ভারতীয় জওয়ান তাদের ভুখন্ডে প্রবেশ করে৷ তার ঠিক ১০০ মিটার দুরত্বে চিন রাস্তা তৈরির কাজ করছিল৷ এসময় জোরপূর্বক চীনা সড়ক তৈরীর কাজে বন্ধ করে দেয় ভারতীয় জওয়ানরা৷ বর্তমানেও সেখানে কাজ বন্ধ করে ৪০জন ভারতীয় সেনা মোতায়েন করা আছে বলে চিনের তরফ থেকে দাবি করা হয়েছে৷ যদিও এখন সীমান্তের দু’প্রান্তে দুই পক্ষেরই ৪০০ করে সেনা মোতায়েন করা আছে বলে ভারতীয় গনমাধ্যমের খবর ।

উল্লেখ্য ডোকলাম সীমান্ত নিয়ে প্রতিদিনই ভারত-চিনের মধ্যে বিবাদ অব্যাহত৷ ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, সমস্যা সমাধানে দু’পক্ষকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে হবে৷ কিন্তু চিন তাদের অবস্থানে অনড় থেকে বলে ভারতকেই সীমান্ত থেকে আগে সেনা প্রত্যাহার করতে হবে৷ তবেই তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে৷ এই পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ব্রিকস সম্নেলনে যোগ দিতে চিন যান৷ সেখানে চিনের সঙ্গে আলাদা করে কথা বলেন৷ দুদেশ একটি সহমতে পৌছায় বলে ভারতীয় গনমাধ্যম খবর দেয় ।

গত মাসে ভারতের পক্ষ থেকে দাবী করা হয় ডোকলাম সীমান্ত সমস্যার সমাধানে বিবাদমান এই এলাকা নিয়ে দুই দেশের সরকার গত ২০১২ সালে একটি সমাধানে আসে৷ যেখানে বলা হয় ভারত ও চিনের মধ্যে যে ট্রাই জাংশন বাউন্ডারি পয়েন্ট আছে তা সংশ্লিষ্ট দেশগুলিকেই নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে৷ যদিও চিনের তরফ থেকে বলা হয় ১৮৯০ সালে ব্রিটেন ও চিনের মধ্যে যে চুক্তি হয় তাতে ডোকলামকে চিনের এলাকা বলে উল্লেখ করা হয়েছে৷ তারা আরও বলেন তৃতীয় পক্ষ হিসাবে ভারতের কোন অধিকার নেই চিন ও ভুটানের সীমান্তে নাক গলানোর৷ তারা বলেন এটা করে ভারত চিনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ।

যদিও চীনের এই একতরফা দাবীর প্রতিবাদ জানিয়েছে ভারত । চীনের বক্তব্যের পাল্টা জবাবে ভারত জানিয়েছে ডোকলামে চিনের রাস্তা তৈরি হলে তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে দাড়াত৷ চিনের রাস্তাটি ভারতের সঙ্গে উত্তর-পূর্ব প্রান্তে যোগাযোগ পথে অন্তরায় হয়ে দাড়াত৷ তাই ভারত চীনের এই রাস্তা তৈরীর কাজে বাঁধা সৃষ্টি করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন