News71.com
 International
 02 Aug 17, 11:53 AM
 214           
 0
 02 Aug 17, 11:53 AM

চীনের পাকিস্তান প্রেম ।। জাতিসংঘে মাসুদকে জঙ্গি তকমা দেওয়ার আগেই বেকে বসল বেজিং

চীনের পাকিস্তান প্রেম ।। জাতিসংঘে মাসুদকে জঙ্গি তকমা দেওয়ার আগেই বেকে বসল বেজিং

আন্তর্জাতিক ডেস্ক : পাক জঙ্গিনেতা মাসুদ আজহারকে 'জঙ্গি' তকমা দেওয়া নিয়ে ফের বেকে বসল চিন! বেজিংয়ের দাবি, মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জকে দিয়ে সন্ত্রাসবাদী ঘোষণার বকেয়া প্রস্তাব সম্পর্কে সময় হলেই সিদ্ধান্ত নেওয়া হবে। জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতাকে সন্ত্রাসবাদী ঘোষণার দাবিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ সন্ত্রাসবাদ বিরোধী কমিটিতে প্রস্তাব দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু পদ্ধতিগত কারণ দেখিয়ে ৬ মাসের জন্য এই প্রস্তাবে সিদ্ধান্ত গ্রহণ ঠেকিয়ে রাখে চিন। তবে শীঘ্রই এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আর তার আগেই আবার বেকে বসল চিন।

এক লিখিত প্রতিক্রিয়ায় চিনা বিদেশমন্ত্রক বলেছে, এর আগে অনেকবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির তালিকাভুক্তি নিয়ে চিনের অবস্থান জানিয়েছি আমরা। এই নিয়ে দ্বিতীয় বছর আজহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রয়াসে বাধা চিনের। ওই নিষেধাজ্ঞা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হত পাকিস্তান। পঠানকোট হামলা তার মস্তিষ্কপ্রসূত বলে অভিযোগ করে গত বছরের মার্চে মাসুদের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রাষ্ট্রপুঞ্জে যায় ভারত। কিন্তু কিছুতেই ভারতের দাবিকে সমর্থন জানাচ্ছে না চিন। তাহলে কি পাকিস্তানের পরম বিশ্বস্থ বন্ধু হওয়ার জন্যেও চিনের এই ব্যবহার?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন