News71.com
 International
 02 Aug 17, 11:52 AM
 951           
 0
 02 Aug 17, 11:52 AM

মমতার তৃণমুলে বড়সড় ভাঙনের সুর ।। বিজেপিতে যোগ দিতে চলেছে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনও

মমতার তৃণমুলে বড়সড় ভাঙনের সুর ।। বিজেপিতে যোগ দিতে চলেছে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনও

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই ভারতীয় জনতা পার্টি-বিজেপিতে যোগ দেবেন ত্রিপুরার রাজ্যের তৃণমূল কংগ্রেসের ছয় বিধায়ক। সাথে থাকবে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের সদস্যরাও এবার বিজেপিতে যোগ দিতে চলেছে। ফলে ত্রিপুরায় বড়সড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল। শুধু তাই নয় বিজেপিতে যোগ দিতে চলেছে শতাধিক তৃণমূল কর্মী। ফলে, ত্রিপুরাতে একধাক্কায় বিজেপির অনেকটাই শক্তি বাড়তে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। যা কিনা ভবিষ্যতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামেদেরও দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত কয়েকদিন আগে তৃণমুল থেকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আগরতলায় বৈঠকে বসেন প্রাক্তন তৃণমূল নেতারা। সেখানে হাজির ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরী সহ একাধিক নেতা-কর্মী। সেখানেই বিজেপিতে যোগদানের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই হতে পারে এই যোগদান অনুষ্টান । ফলে, আগামী কয়েকদিনের মধ্যে বড়সড় ভাঙনের মুখোমুখি হতে হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন