
আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও জরুরি আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমান অবতরণ করানোর জন্য দেশ জুড়ে ১২ টি হাইওয়েকে ছাড়পত্র দিল ভারতীয় বিমান বাহিনী। এমনভাবে ওইসব হাইওয়ে তৈরি করা হয়েছে যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিংবা কোনও উদ্ধারকাজ চালানোর সময় সহজেই এই সমস্ত রাস্তায় নামতে পারে বায়ুসেনার বিমান। দেশের ১০টি রাজ্যে তৈরি হচ্ছে এইসব হাইওয়ে। এই রাজ্যগুলির মধ্যে জম্মু ও কাশ্মীর, অসম ও পশ্চিমবঙ্গের নাম রয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানাগেছে এই সমস্ত হাইওয়েতে এমনই সময়ে দ্রুত গতিতে গাড়ি চলবে। সাধারণ অবস্থাতে কোনওভাবেই বোঝা যাবে না যে এই রাস্তা যুদ্ধকালীন পরিস্থিতিতে রানওয়ে হিসাবে ব্যবহার করবে বায়ুসেনা। জরুরি পরিস্থিতি এই সমস্ত হাইওয়ে বন্ধ করে নামানো হবে যুদ্ধবিমান। ব্যবহার করা হবে এয়ারস্ট্রিপে। প্রসঙ্গত, গত কয়েকমাস আগে সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গডকড়ি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ‘সীমান্ত এলাকায় যেসব মানুষ রয়েছেন তাঁদের ভালো হাইওয়ে নেটওয়ার্ক প্রয়োজন। আমরা এমন হাইওয়ে তৈরি করব, যা প্রয়োজনে এয়ারস্ট্রিপে পরিবর্তিত করা যায়।’ এইসব হাইওয়েতে থাকবে ল্যান্ডিং লাইট, জ্বালানি, আগুন নেভানোর সরঞ্জাম ইত্যাদি। তাঁর এই মন্তব্যের কয়েকমাসের মধ্যে দেশের ১২ টি হাইওয়েকে যুদ্ধ বিমান নামার জন্যে ছাড়পত্র দিয়ে দিল ভারতীয় বায়ুসেনা।
প্রসঙ্গত, ২০১৫ তে দিল্লির কাছে যমুনা হাইওয়েতে পরীক্ষামুলকভাবে ২০০০ মিরজ এয়ারক্রাফট নামায় ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, এরপরেও সুখোই সহ আরও বেশ কয়েকটি এয়ারক্র্যাফট নামায় বায়ুসেনা। মূলত হঠাত যুদ্ধ বাঁধলে যাতে সীমান্ত সংলগ্ন হাইওয়েতে যুদ্ধবিমান নামানো যায় সেটা চুড়ান্তভাবে পরীক্ষা করে দেখার জন্যেই এই পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার।