
নিউজ ডেস্কঃ আদালতের আদেশে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়া থেকে ১৮ হাজার বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ফেডারেল বাইলিফ সার্ভিসের পরিচালকের উদ্ধৃতি দিয়ে তাস একথা জানায়। আদালতের আদেশ বাস্তবায়ন নিশ্চিত করতে বছরের প্রথম ছয় মাসে এই ১৮ হাজার বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়। ফেডারেল বাইলিফ সার্ভিসের প্রধান বলেন,বহিষ্কৃত ব্যক্তিরা অভিবাসন আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন।