আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর, পরমাণু ও অন্যান্য নানা ইস্যুতে চিনের কাছে ঋণী হয়ে থাকবে পাকিস্তান৷ দক্ষিণ-পূর্ব অঞ্চলে শান্তি বজায় রাখতে চিন ও পাকিস্তান সেনার মধ্যে পেশাগত সহযোগিতা আগামীদিনেও বজায় থাকবে৷ এমনটাই জানালেন পাকিস্তানের সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া৷ রাওয়ালপিন্ডিতে চিনা দূতাবাসের এক অনুষ্ঠানে হাজির হয়ে জেনারেল বাজওয়া বলেন, ‘কাশ্মীর ও পরমাণু ইস্যুতে পাকিস্তান চিনের কাছে চির ঋণী হয়ে থাকবে৷’ পাকিস্তানের সঙ্গে চিনের ভালো সম্পর্কের কথা কারোর অজানা নয়৷ নানা ইস্যুতে চিন পাকিস্তানের প্রতি তাদের সমর্থন জানিয়ে থাকে৷ নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপে পাকিস্তানের অর্ন্তভুক্তির পক্ষে চিন আর্ন্তজাতিক মঞ্চে সওয়াল করে এসেছে৷ একমাত্র চিনের বিরোধীতার জন্যই ভারত নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের সদস্য হয়ে উঠতে পারেনি৷ কাশ্মীর ইস্যুতেও পাকিস্তান চিনকে পাশে পেয়েছে৷ তার কৃতজ্ঞতা স্বরূপ এদিন অনুষ্ঠানে এসে পাক সেনা প্রধান এই মন্তব্য করেন৷
তিনি উল্লেখ করেন, চিন ও পাকিস্তান উভয়ই একই রকম চ্যালেঞ্জ এবং সুযোগের সম্মুখীন হয়। উভয় দেশ তাদের স্থিতিশীলতা বজায়ে ও দেশের জনগণের সমৃদ্ধির প্রতি যৌথ দায়িত্ব গ্রহণ করেছে। পারস্পরিক বিশ্বাস, সম্মান, বোঝাপড়া এবং সহযোগিতার উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে। চিনের পিপলস লিবারেশন আর্মির ৯০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘এই বন্ধুত্ব আমাদের জীবনের প্রতিটি দিকের সাথে জড়িত, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে”।সামরিক ক্ষেত্রেই চিনের সহযোগিতা থমকে নেই৷ পাকিস্তানের নানা উন্নয়নমূলক কর্মকান্ডে চিন সহযোগিতা করে চলেছে৷ এদিন তার উল্লেখ করে তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে থেকে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷