News71.com
 International
 02 Aug 17, 05:34 AM
 238           
 0
 02 Aug 17, 05:34 AM

কখনোই অসৎ ছিলাম না, আদালেতে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

কখনোই অসৎ ছিলাম না, আদালেতে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেছেন,আমি কখনোই অসৎ ছিলাম না। ধানচাষিদের ভর্তুকি প্রদান সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত ইংলাক গত মঙ্গলবার ব্যাংককের একটি আদালতে দাঁড়িয়ে এ কথা বলেন। ইংলাক বলেন,আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলাগুলো করা হয়েছে। আমি রাজনৈতিক হয়রানির শিকার। ইংলাকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। আদালতে দাঁড়িয়ে অশ্রুসজল ইংলাক বলেন,ভর্তুকি প্রদান সংক্রান্ত নীতি তৃণমূল ও জাতীয় পর্যায়ের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বলে প্রমাণিত হয়েছে। এই নীতির কারণে দেশের কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন,ধান প্রকল্পে কোনো অনিয়ম বা অসততা হয়নি। তার ওই সিদ্ধান্তটি সঠিক ছিল। এ সময় আদালতের বাইরে ইংলাকের শত শত সমর্থক তার পক্ষে ‘লড়াই চাই!’ লড়তে হবে!’বলে স্লোগান দিচ্ছিলেন।

ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালের ৫ আগস্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের দায়ে ২০১৪ সালের ৭ এপ্রিল নয়জন মন্ত্রীসহ ইংলাককে বরখাস্ত করেন। ২০১৫ সালে তাকে রাজনীতিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ইংলাক আদালতে আরও বলেন,আমি কখনো আমার দায়িত্ব পালনে পিছপা হইনি। আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে আমি কখনই অসততার আশ্রয় নেইনি। আমি জানি,আমি এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ইংলাক আদালতের কাছে ন্যায়বিচার চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন