News71.com
 International
 02 Aug 17, 05:25 AM
 217           
 0
 02 Aug 17, 05:25 AM

পরীক্ষাগারে প্রথম জিএম মানব ভ্রুণ সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।।  

পরীক্ষাগারে প্রথম জিএম মানব ভ্রুণ সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জেনেটিক্যালি মডিফায়েড বা জিএম মানব ভ্রুণ তৈরি করেছেন! জিন-এডিটিং টুলস ব্যবহার করে বিজ্ঞানীরা মানব ভ্রুণের উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগ বহনকারী ডিএনএ মেরামত করেছেন। ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির বিজ্ঞানী শৌখরাত মিটালিপোভ এর নেতৃত্বে এই সফল গবেষণা চালানো হয়। গবেষণায় বিতর্কিত জিন এডিটিং টেকনিক CRISPR ব্যবহার করে বিশাল সংখ্যক এক কোষী ভ্রুণের ত্রুটিপূর্ণ ডিএনএ পরিবর্তন করা হয়েছে।

এর আগে এই ধরনের গবেষণা করা হয়েছিল চীনে। তবে নৈতিক কারণে মানব ভ্রুণ অল্প কয়েকদিনের বেশি বাড়তে দেওয়া হয় না। এই পরীক্ষা-নিরীক্ষা প্রথম জেনেটিক্যালি মডিফায়েড বা জিএম মানুষের জন্মের দিকে যাত্রার পথে একটি মাইলফলক হয়ে থাকবে। এমনটাই বলা হয়েছে 'এমআইটি টেকনোলজি রিভিউ'তে। বিজ্ঞানীরা দেখাতে চেয়েছিলেন যে,থ্যালাসেমিয়ার মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগে আক্রান্ত করতে পারে এমন জিন তারা চাইলে অপসারণ বা ঠিক করতে পারেন। এভাবে জেনেটিক্যালি মডিফায়েড বা জিএম শিশু পরে তার বংশধরদের দেহে পরিবর্তন সূচিত করবে।

সমালোচকদের মতে,এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিখুঁত শিশু'জন্মদানের দ্বার উম্মুক্ত করবে। কিন্তু ধর্মীয় সংগঠনগুলো,সুশীল সমাজ এবং জৈবপ্রযুক্তি কম্পানিগুলো এই ধারণার বিরোধিতা করে আসছে বহুদিন ধরে। যুক্তরাষ্ট্রে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা এটাই প্রথম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন