News71.com
 International
 02 Aug 17, 04:36 AM
 208           
 0
 02 Aug 17, 04:36 AM

নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান ছাড়তে চলছে মার্কিন সেনাবাহিনী, ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের

নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান ছাড়তে চলছে মার্কিন সেনাবাহিনী, ইঙ্গিত প্রেসিডেন্ট ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : নির্ধারিত সময়ের আগেই আফগানস্তিান থেকে সেনা প্রত্যাহার করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনমাস আগেই একজন সিনিয়র মার্কিন আধিকারিক আফগানিস্তনে তাদের সামরিক শক্তি বাড়ানোর কথা বললেও ট্রাম্প এখন সেনা সরিয়ে নেওয়ার চিন্তা করছে বলে জানাগেছে । ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের মাঝামাঝি সময়েই নিজেদের কৌশল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও এখন আধিকারিকরা নিশ্চিত নন মার্কিন সেনাবাহিনী কি করবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতে, আফগানিস্তানে আরও ৩ হাজার ৯০০ মার্কিন সেনা পাঠানোর কথা থাকলেও ট্রাম্প প্রশাসন চিন্তা করছে সেনা পাঠানো না হলে কি অবস্থা হতে পারে। শুধুমাত্র ড্রোন হামলা ও বিশেষ বাহিনীর উপরই নির্ভর করে থাকতে হবে আমেরিকাকে। উল্লেখ্য গত ২০০১ সাল থেকে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তান প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমি আসলে খুঁজে বের করতে চাই কেন আমরা ১৭ বছর ধরে দেশটাতে আছি। আর বৃহস্পতিবার যখন সেনা পাঠানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন তিনি জানান, আমরা বিষয়টি ভেবে দেখবো। যদিও এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেছিলেন, আফগান যুদ্ধ জিততে পারছে না আমেরিকা। তখনই ভাবা হয়েছিল নতুন করে সেনা পাঠানো হতে পারে। বর্তমানে আফগান সেনাদের সহায়তাকারী বিদেশি সেনা সদস্যের সংখ্যা ১৩ হাজার। এরমধ্যে ৮ হাজার ৪শ জনই মার্কিন সেনা। পাশাপাশি তালেবানবিরোধী লড়াইয়ের জন্য আফগানিস্তানে আরও অন্তত ৩০০০ মার্কিন সেনা পাঠানোর সুপারিশ করছে মার্কিন সেনাবাহিনী ও ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন