
আন্তর্জাতিক ডেস্কঃ ধর্ষণকারী যদি ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে তাহলে সে শস্তি এড়াতে পারবে- এমন একটি আইন প্রচলিত রয়েছে জর্ডানে। তবে এখন থেকে আর ধর্ষিতাকে বিয়ে করলেও শাস্তি এড়াতে পারবে না ধর্ষক। কারণ আগের আইনটি বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টর সদস্যরা। যদিও নতুন আইন কার্যকর হওয়ার আগে জর্ডানের পার্লামেন্টের নিম্ন কক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিল হওয়ার জন্য পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং বাদশার অনুমোদন লাগবে।
খবরে বলা হয়, মানবাধিকার ও নারী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এ আইনটি বাতিলের জন্য আন্দোলন করছিলেন। অন্যদিকে,এই আইনটির মাধ্যমে নারীদেরকে সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো বলে দাবি জানিয়ে আসছিলেন আইনটির পক্ষে মানুষ। এ আইনে ছিল যে ধর্ষণের শিকারকে ধর্ষণকারী বিয়ে করলে মামলা তুলে নেয়া যেতো এবং ধর্ষককে প্রতিশ্রতি দিতো হতো তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানোর। এদিকে,আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকার গোষ্ঠীগুলো আনন্দ প্রকাশ করেছে।