
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি৷ খুনের মামলায় অভিযুক্ত এক মাফিয়ার কাছ থেকে এক কোটি টাকার বেশি কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরসূরি ভাইপো অভিষেকের বিরুদ্ধে৷ তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে প্রায় পাঁচ বছর আগে সাংবাদিক সম্মেলনে হুবহু একই তথ্য ফাঁস করেছিলেন সিপিএম নেতা গৌতম দেব৷ তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সেই তত্ত্ব রাজ্যবাসীকে বোঝাতে ব্যর্থ হয় সিপিএম৷ এত বছর পর ফের সেই অভিযোগ উঠতে এখন মুচকি হাসছেন গৌতম দেব৷
জানাগেছে গত ২০১২ তে পানিঘাটিতে এক জনসভায় এই ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে সরব হন সিপিএম নেতা গৌতম দেব৷ সেই জনসভায় গৌতম দেব অভিযোগ করেছিলেন বেআইনি পথে ফুলে ফেঁপে উঠেছিল রাজ্যের ‘লিপস অ্যান্ড বাউন্ড প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানি৷ ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ছিলেন বলেও দাবি করেছিলেন তিনি৷ এই নিয়ে সেই সময় রাজ্য-রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হলেও তা বেশীদিন ধোপে টেকেনি । গৌতম দেবের অভিযোগকে নিছক বিরোধীতা বলে হুঙ্কারে উড়িয়ে দেয় রাজ্যের শাসকদল তৃণমুল কংগ্রেস ।
এসময় শুধু হুঙ্কারে উড়িয়ে দিয়েই থেকে থাকে না রাজ্যের শাসকদল তৃণমুল কংগ্রেস । তারা গৌতম দেবকে মানহানির নোটিস পাঠায় তৃণমূল কংগ্রেস৷ পরে সাংবাদিক সম্মেলন ডেকে তাঁর দাবির স্বপক্ষে একাধিক নথি তুলে ধরেন গৌতম দেব৷ এবংআইনজীবী মারফৎ অভিষেকের চিঠির জবাব দেওয়া হয়েছে বলেও তখন দাবি করেছিলেন তিনি৷ পরবর্তীকালে তা নিয়ে শাসক-বিরোধী জোর তরজা চললেও বিষয়টি আর বেশিদুর গডায়নি । বাকী অন্যান্য ইস্যুর মত অভিষেকের বিরুদ্ধের এই অভিযোগ তখনকার মতো ধামাচাপা পড়ে যায়৷
আর এখন গৌতম দেবের অভিযোগ তোলার প্রায় বছর পাঁচ পর ফের একই ইস্যুতে এবার পশ্চিমবঙ্গ সহ উত্তপ্ত গোটা দেশ৷ এই ইস্যু নিয়ে তুলকালাম হয়েছে ভারতের সংসদেও৷ ভাইপো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা৷ সিবিআই তদন্তের দাবি তুলে সুর চড়িয়েছে রাজ্য বিজেপি৷ অথচ যে তথ্য নিয়ে এত হই চই, সেই তথ্য সবার আগে যে তুলে ধরেছিলেন, সেই গৌতম দেবের তরফ থেকেই মঙ্গলবার কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না৷ এই বিষয়ে বর্ষীয়ান সিপিএম নেতাকে ফোন করা হলে তাঁর সাফ বার্তা, এখন অসুস্থ৷ কথা বলতে সমস্যা হচ্ছে৷ যা বলার পরে দেখা যাবে৷
পশ্চিমবঙ্গ বিধানসভার বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেছেন, গত ২০০৯ এর বৈদিক ভিলেজের ঘটনায় তখন অপরাধীদের শাস্তির দাবিতে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেসময়কার ঘটনায় মূল অভিযুক্ত রাজকিশোর মোদীর কাছ থেকে এখন তাঁরই ভাইপোর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে৷ সুতরাং এই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাস্তির দাবিতে অধুনা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ফের পথে নামবেন বলে ব্যঙ্গের সুরে আশা প্রকাশ করেছেন সুজন৷ তবে এখন রাজ্যে তৃণমূলের সংকটে বিজেপির যে পোয়াবারো তা বলার অপেক্ষা রাখে না৷ কেন্দ্রেও মমতার সংকটে বিরোধী জোটের ঐক্যে ফাটলে সুবিধা সেই বিজেপির৷