News71.com
 International
 02 Aug 17, 04:49 AM
 207           
 0
 02 Aug 17, 04:49 AM

সিরিয়ায় মার্কিন বাহিনীর বিমান হামলা , খতম ৬০ জঙ্গি

সিরিয়ায় মার্কিন বাহিনীর বিমান হামলা , খতম ৬০ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় আরও অন্তত ৬০ জঙ্গি খতম হয়েছে বলে দাবী করা হচ্ছে। তবে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মার্কিন জোটের বিমান হামলায় দেইর আজযোর শহরে বেশ কিছু জঙ্গি ঘাটি ধ্বংস হওয়ার পাশাপাশি নারী ও শিশুসহ বহু ব্যক্তি আহত হয়। এছাডাও একই প্রদেশের আবু কামাল শহরে মার্কিন জোটের বিমান হামলায় ছয় জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

মার্কিন সরকার রাষ্ট্রসংঘ ও সিরিয়ার বৈধ সরকারের অনুমতি না নিয়েই সিরায়ায় নির্বিচারে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ উঠছে৷ ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এ ধরনের হামলা চালিয়ে আসছে মার্কিন জোট। বেশিরভাগ ক্ষেত্রেই এই হামলায় জঙ্গি শিবির ধ্বংস হওয়ার পাশাপাশি বহু সিরিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এই প্রেক্ষাপটে সিরিয়ার বিদেশ মন্ত্রক গত রবিবার জাতিসংঘের কাছে চিঠি লিখে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ভেঙে দেওয়ার জোর দাবি জানিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন