News71.com
 International
 02 Aug 17, 10:14 AM
 177           
 0
 02 Aug 17, 10:14 AM

কুয়েতে দুই পক্ষের সংঘর্ষে এক বাংলাদেশির মৃত্যু।।

কুয়েতে দুই পক্ষের সংঘর্ষে এক বাংলাদেশির মৃত্যু।।

নিউজ ডেস্কঃ কুয়েতে দুই পক্ষের সংঘর্ষে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রউফ। রউফ ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর গ্রামের সাপরাশি পাড়ার হাজী আবদুল হকের ছেলে। তার চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন। দেশটির হাসাবিয়া শহরে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়,রউফের ভিসায় মেয়াদ না থাকায় তিনি বাসা থেকে বের হতেন না। তার সঙ্গে থাকতেন আরও তিন বাংলাদেশি। তাদের অপর ৮/১০ জন বাংলাদেশি বাসা থেকে ডেকে হাসাবিয়া শহরের চার নম্বর সড়কের একটি বাসায় নিয়ে যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড ও ছুরি দিয়ে তাদের এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে রউফ মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কুয়েত পুলিশ সাত-আটজনকে কুয়েতে বসবাসরত বাংলাদেশিকে আটক করেছে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন