
আন্তর্জাতিক ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিশন গেট আর্থিক কেলাঙ্কারি ইস্যুতে মাঠে নামল এবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। তারা এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সরব হচ্ছেন । যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতার ভাইপো, তাই রাজ্য সিআইডি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। তদন্তে প্রভাব খাটানো হতে পারে। তাই বিজেপি চাইছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক সিবিআই এর মতো কোনো কেন্দ্রীয় সংস্থা। কমিশন গেট আর্থিক কেলাঙ্কারিতে রাজকিশোর মোদী নামক এক বিতর্কিত প্রোমোটারের কাছ থেকে কোটি টাকারও বেশি কমিশন নিয়েছিলেন বর্তমান তৃণমূল যুব-কংগ্রেস সভাপতি অভিষেক । বিতর্কিত প্রোমোটার রাজকিশোরের সঙ্গে অভিষেকের সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত বহু নথিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছিল সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ। সারদা নারদা কাণ্ডের পর আরও এক আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোয় রাজ্যের শাসক দল যে চাপে রয়েছে তা পরিস্কার। নতুন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে নিজেদের জমি শক্ত তাই চটজলদি নামতে চাইছে রাজ্যে এই মুহূর্তে তৃণমূলের ‘প্রধান’ বিরোধী দল।
যদিও এই বিষয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখ খুলতে চায়নি। তবে বিজেপির বুদ্ধুজীবি মোর্চা নেতা চন্দ্র এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জে অভিযোগ উঠেছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই তদন্ত করা উচিৎ।” তিনি আরও বলেন , “সিবিআই বা সিআইডি কোন সংস্থা ঘটনার তদন্ত করবে তা অনেক পরের কথা। আমার মনে হয় পিসি হিসাবে ভাইপো অভিষেককে দল থেকে বরখাস্ত করা উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের।” সর্বভারতীয় এই সংবাদ মাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, গত ২০০৯ সালে এই রাজকিশোর মোদীর গ্রেফতারের দাবিতেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ দেখা যাচ্ছে সেই রাজকিশোরীর সঙ্গে জড়িত তাঁর ভাইপো। খবর তৃণমূলের অন্দরমহলে কতটা প্রভাব ফেলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এ নিয়ে রাজ্য বিজেপি জে রণে নামছেই সেটা পরিস্কার। তাঁরা যে এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না তাও স্পষ্ট।