
আন্তর্জাতিক ডেস্ক : এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীর সচ্ছ ভারতে মিশন। দেশ থেকে দুর্নীতি বন্ধে সরকার একের পর এক শক্ত পদক্ষেপ নিতে শুরু করেছে । তারই অংশ হিসেবে এবার দুর্নীতিগ্রস্ত আমলা, সরকারি কর্মকর্তাদের একটি তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। সেই তালিকা অনুসারে আগামী ১৫ আগস্ট তথা স্বাধীনতা দিবসের পর থেকে দুর্নীতিবাজদের কঠোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য ২১ জুলাই সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং আধাসামারিক বাহিনীর সব দফতরে নির্দেশিকা পাঠায় কেন্দ্রীয় সরকার। সরকারি ঐ নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দফতরের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার তালিকা প্রস্তুত করতে হবে। আগামী ৫ আগস্টের মধ্যে এই তালিকা তৈরির কাজ চূড়ান্ত করতে নির্দেশও দেয়া হয়েছে।
পাশাপাশি ইতিমধ্যেই সিবিআই বা কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে এমন কোনো ব্যক্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দফতরে থাকলে তাদের তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে। কাজের সততা নিয়ে প্রশ্ন উঠেছে, এমন আমলা বা কর্মকর্তাদের নামও ওই তালিকায় রাখতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকেই স্বচ্ছ-দুর্নীতিমুক্ত দেশ গঠনের পক্ষে সোচ্চার মোদি। সম্প্রতি অভিন্ন কররীতি (জিএসটি) চালু করার সময়েও দেশ থেকে দুর্নীতি দূর করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী