আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে আজ মঙ্গলবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন্য নিহত ও অপর ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। জেলা কর্তৃপক্ষ জানান,উকিং জেলায় রাসায়নিক পদার্থ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।