News71.com
 International
 01 Aug 17, 09:18 AM
 262           
 0
 01 Aug 17, 09:18 AM

রাশিয়ার আদালত থেকে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত ৩ বিচারধীন বন্ধি।।  

রাশিয়ার আদালত থেকে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত ৩ বিচারধীন বন্ধি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর রিজিওনাল আদালত থেকে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিচারাধীন তিন আসামি। আজ মঙ্গলবারের এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র জানিয়েছে,ডাকাতির অভিযোগে ৫ জনের শুনানি চলছিল। এমন সময় তারা বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পালানোর চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় ২ অপরাধী ও ৩ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে। আদালত ভবনে কিছুক্ষণের জন্য কর্মকাণ্ড বন্ধ থাকার পরে আবার পুরোদমে শুরু হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্ভেতলানা পেৎরেঙ্কো জানিয়েছেন,আসামিদের মধ্যে একজন এক পুলিশ কর্মকর্তার শ্বাসরোধ করার চেষ্টা করেন। এসময় ধ্বস্তাধ্বস্তিতে তারা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এসময় ধ্বস্তাধ্বস্তিতে তারা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। কিন্তু এক পুলিশ কর্মকর্তা ন্যাশনাল গার্ডের কাছে ফোন করতে সমর্থ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন