News71.com
 International
 01 Aug 17, 07:01 AM
 202           
 0
 01 Aug 17, 07:01 AM

বিলাসবহুল ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড, আড়ালে আড়ি পেতে আছে আয়কর দফতর..

বিলাসবহুল ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড, আড়ালে আড়ি পেতে আছে আয়কর দফতর..

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বেড়াতে গিয়ে বিলাসবহুল রিসর্টে থাকেন? দামি খাবার খান? দামি দামি গাড়ি চড়ে ঘোরেন? আর সেই সমস্ত ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়? এমনকী সেই ভিডিওর লাইক আর কমেন্টের বন্যা দেখে আপনারও ‘দিল খুশ’ হয়! সেটাই স্বাভাবিক। নাহ, আপনার এই অভ্যাস নিয়ে আপত্তির কিছুই নেই। তবে নিজের আয় আয়কর দফতরের কাছ থেকে তথ্য গোপন করার অভ্যাস থাকলে বা এক কথায় আয়কর ফাঁকির প্রবনতা থাকলে সাবধান। কারণ, এখন থেকে সোশ্যাল মিডিয়ায় আপনার আপলোডেড ছবির উপর নজরদারি রাখবে ভারতীয় আয়কর বিভাগ।

ভারতীয় আয়কর বিভাগ সূত্রের খবর, এ বার থেকে কর ফাঁকি রুখতে চলতি আগষ্ট মাস থেকেই এই নতুন নজরদারি ব্যবস্থা আনা হবে। উল্লেখ্য এতদিন পুরনো প্রক্রিয়ায় শুধুমাত্র ব্যাঙ্কের কাছ থেকেই লেনদেনের তথ্য সংগ্রহ করা হত । কিন্তু এ বার থেকে আয়কর দফতরের সতর্ক চোখ ঘোরাফেরা করবে করপ্রদায়ী ব্যক্তির সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। মিলিয়ে দেখা হবে, আয়কর দফতরের কাছে দেওয়া আয় সংক্রান্ত তথ্যের সঙ্গে তাঁর সোশ্যাল কার্যকলাপ মিলছে কি না। সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য ১ হাজার কোটি রুপী খরচ করে ‘প্রোজেক্ট ইনসাইট’ তৈরি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম বায়ামেট্রিক আইডেন্টিটি এই ডেটাবেস দিয়েই নজরদারি চালাবে আয়কর বিভাগ। এই নতুন পদ্ধতি এলে আয়কর দফতরের চোখ এড়ানো আরও কঠিন হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন