আন্তর্জাতিক ডেস্ক : বিহারের ঢঙেই আরও একটি রাজ্যের দখল নিতে চলেছে বিজেপি। সম্পূর্ন রাজনৈতিক কৌশলে একটিও বিধায়ক না থাকা দক্ষিনের বাজ্য তামিলনাড়ু বিধানসভায় বিজেপির পদ্মফুল ফুটতে চলেছে চলতি সপ্তাহেই। উল্লেখ্য গত সপ্তাহেই বিহারে নীতীশ কুমারের সঙ্গে ফের জোট বেধে সরকার গড়েছে বিজেপি। ভারতীয় রাজনীতি থেকে সেই রেশ এখনও কাটেনি। জাতীয় রাজনীতির অলিন্দ্যে এখন ঘুরছে প্রবল পরাক্রমশালী অমিত শাহের কীর্তির কাহিনী। এরই মাঝে সামনে এল তামিলনাড়ু বিধানসভায় পদ্ম ফোটার ইঙ্গিত। যেখানে একজনও বিধায়ক নেই গেরুয়া শিবিরের।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, তামিলনাড়ুর শাসক দল সমগ্র এআইএডিএমকে এনডিএ জোটের ছত্রছায়ায় নিয়ে আসতে চাইছে বিজেপি। সবুজ সংকেত মিলেছে উলটো দিক থেকেও। রাজনৈতিক শিবিরের মতে, এক্ষেত্রে দুই পক্ষেরই লাভ রয়েছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রীসভায় বদল আসতে চলেছে। এনডিএ জোটে নাম লেখালে নিজেদের হাতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রক পেতে পারে এআইএডিএমকে। জোট রক্ষার স্বার্থে বিজেপিকে সেটা করতেই হবে। অন্যদিকে, এআইএডিএমকের সঙ্গে জোট বেধে তামিলনাড়ুর সরকারে থাকলে চেন্নাই কেন্দ্রীক গোটা দক্ষিণ ভারতে সংগঠন বিস্তারের কাজটি অনেক সহজ হবে শাসক দল বিজেপির।
রাজনৈতিক অঙ্ক , লাভ-লস যাই হোক না কেন, প্রয়াত আম্মার দল এআইএডিএমকের সাথে বিজেপির সম্পর্ক নতুন নয় । এর আগে অটল বিহারি বাজপেয়ীর আমলে এআইএডিএমকে এনডিএ সরকারের শরিক ছিল। একইরকমভাবে সদ্য এনডিএ-তে যোগ দেওয়া নীতীশ কুমারের জেডিইউয়ের সঙ্গেও জোট ছিল বিজেপির। নতুন করে এনডিএ-তে যোগ দিয়ে কেন্দ্র-রাজ্যে একই দলের সরকার থাকার সুবিধার কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর তাই বিহারের দেখানো পথেই হাঁটতে চলেছে তামিলনাডু। এই রাজনৈতিক অংক নিয়েই দক্ষিণ ভারতের রাজনীতিতে চলছে জোর জল্পনা।