News71.com
 International
 01 Aug 17, 04:32 AM
 210           
 0
 01 Aug 17, 04:32 AM

৩ হাজার সিরীয় শিশুকে পড়াশোনার সহায়তা দিলেন জনপ্রিয় হলিউড তারকা জর্জ ক্লুনি ।।  

৩ হাজার সিরীয় শিশুকে পড়াশোনার সহায়তা দিলেন জনপ্রিয় হলিউড তারকা জর্জ ক্লুনি ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ জনপ্রিয় হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী অমল ক্লুনি লেবাননে আশ্রয় নেয়া প্রায় তিন হাজার সিরীয় শিশুকে স্কুলে ভর্তির জন্য সহায়তা করবেন। দেশটিতে সিরিয়ার প্রায় দুই লাখ শিশু শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাছের দেশ সিরিয়ায় ছয় বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে প্রাণ রক্ষার্থে লাখো সিরীয় শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছে। দেশটিতে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা দশ লাখের বেশি। এদের মধ্যে পাঁচ লাখ শিশু। গতকাল সোমবার ইউনিসেফ জানিয়েছে,লেবাননে আশ্রয় নেয়া প্রায় দুই লাখ সিরীয় শিশু শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে,দেশটিতে আশ্রয় নেয়া আনুমানিক আড়াই কোটির মতো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে। উল্লেখ্য গুগলের সঙ্গে যৌথভাবে ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস লেবাননে আশ্রয় নেয়া প্রায় তিন হাজার সিরীয় শিশুর শিক্ষার ব্যয় বহনের ঘোষণা দিয়েছে। শিশুদের শিক্ষা বাবদ প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেবে। এছাড়াও প্রকল্পটিতে কারিগরি খাতে সহায়তার জন্য বৃহৎ ইলেক্ট্রনিক সামগ্রী নির্মাতা ও কারিগরি প্রতিষ্ঠান এইচপি ১০ লাখ মার্কিন ডলার মঞ্জুর করেছে। এছাড়াও প্রকল্পটিতে কারিগরি খাতে সহায়তার জন্য বৃহৎ ইলেক্ট্রনিক সামগ্রী নির্মাতা ও কারিগরি প্রতিষ্ঠান এইচপি ১০ লাখ মার্কিন ডলার মঞ্জুর করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন