আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ কমিউনিটি অব জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) সভাপতি পদে সর্বাধিক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি তরিকুল ইসলাম রবিন পেয়েছেন ১১ ভোট। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এমদাদুল হক কনক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন এমজে আলম। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রানা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৪২ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার রুহুল আমিন,আবুল হোসেন ও এমডি নুরুল ইসলাম কাজল। উল্লেখ্য গত ২০১৫ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন থেকে বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) সংগঠনটির যাত্রা শুরু হয়। যা পরবর্তিতে জোহর বারুর বাংলাদেশ কমিউনিটি সাধারণ জনগণের কল্যাণে কাজ করে সুনাম অর্জন করে।