News71.com
 International
 01 Aug 17, 01:19 AM
 208           
 0
 01 Aug 17, 01:19 AM

কাশ্মীর উপত্যকায় এনকাউন্টারে খতম লস্কর প্রধান আবু দুজানাসহ দুই শীর্ষ জঙ্গি খতম

কাশ্মীর উপত্যকায় এনকাউন্টারে খতম লস্কর প্রধান আবু দুজানাসহ দুই শীর্ষ জঙ্গি খতম

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর উপত্যকার শ্রীনগরে ভারতীয় সেনা-জওয়ানদের ফের বড সাফল্য৷ আজ মঙ্গলবার সকাল থেকেই চলছিল রুটিন মাফিক জঙ্গি তল্লাশি অভিযান৷ আর তার মাঝেই এনকাউন্টারে লস্কর কমান্ডার আবু দুজানা সহ দুই শীর্ষ জঙ্গী খতম হয়েছে বলে জানা গিয়েছে৷ প্রথম থেকেই আবু দুজানা সহ আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার কথা জানার পরই সেনা-জওয়ানরা তল্লাশি অভিযানে নেমে পড়ে৷ আর সকাল থেকেই পুলওয়ামার হাকরিপোরা এলাকা ঘিরে ফেলা হয়৷ আর ওপর সল্প সময়ের অভিযানে জওয়ানদের মিলেছে এই সাফল্য ।


এলাকায় বর্তমানে মোতায়েন করা হয় সিআরপিএফ-এর ১৮২ব্যাটেলিয়ন, ৫৫ রাষ্ট্রীয় রাইফেল, এসওজি-এর টিম৷ তাঁরা সমগ্র এলাকাকে ঘিরে রেখেছে বলে জানা যায়৷ এর আগে গতকাল সোমবার কাশ্মীরের বোনিতা সেক্টরে সীমান্তে অপর এক জঙ্গির দেহ পাওয়া যায়৷ জানাগেছে গত শনিবার রাতে তোরনা পোস্টের কাছে জঙ্গি লুকিয়ে থাকার সন্দেহে গুলি চালায় জওয়ানরা৷ তারপর গতকাল সোমবার তল্লাশি অভিযানের সময় জঙ্গির দেহ পাওয়া যায়৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছে, তাদের ধারনা শনিবার রাতেই পুলিশের গুলিতে ঐ জঙ্গীর মৃত্যু হয়েছে । ঘটনাস্থল থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন