আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের উদ্দেশে আলকায়েদা'র হয়ে হুঙ্কার দিল ওসামা বিন লাদেনের ছেলে হামজা। ওসামার বি লাদেনের মৃত্যুর দীর্ঘ সময় পর ২৮ বছর বয়সী হামজাই এখন তালিবানের প্রধান । হামজাকে সামনে রেখে নতুন করে সংগঠিত হয়ে ওঠার চেষ্টা করছে তালিবান। আর এবার তাদের নিশানায় সৌদি আরবের রাজপরিবার। সম্প্রতি একটি নতুন ভিডিও টেপ প্রকাশ করেছে আল কায়দা। তাতে সৌদির রাজ পরিবারকে ‘ব্রিটেনের দালাল’ আখ্যা দিয়েছে লাদেন পূত্র হামজা । ভিডিও বার্তায় বলা হয়েছে, জিহাদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সৌদি রাজ পরিবার। ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনকে সাহায্য করছে তারা। এতে ক্ষতি হচ্ছে ইসলামি জিহাদিদের। পাশাপাশি সারা পৃথিবীর সন্ত্রাসবাদীদের একজোট হয়ে লড়ার পরামর্শ দিয়েছেন লাদেন পূত্র