আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে পদচ্যুত করার পর এবার বিরোধীদলীয় নেতা ইমরান খানের বিরুদ্ধে করা একটি দুর্নীতি ও অর্থপাচার মামলার শুনানি শুরু করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। উল্লেখ্য পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সভাপতি সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তথ্য গোপন করে পার্লামেন্ট এবং আদালতের প্রতি ‘অসততা’ করেছেন। এ কারণে তিনি রাষ্ট্রর সর্বোচ্চ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এদিকে গতকাল সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে এই শুনানি শুরু হয়। দেশের বাইরে অফশোর কোম্পানিতে তার অংশ আছে কিনা এবং সম্পদের তথ্য গোপন করেছেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে ইমরান খানের সংসদ সদস্যপদ বাতিল এবং তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
এদিকে, পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি মামলা দায়ের করেছিলেন পিএমএল-এন এর সিনিয়র কর্মকর্তা হানিফ আব্বাসি। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময় সম্পদের তথ্য গোপন করেছেন এবং বিদেশি কোম্পানিতে সম্পদের তথ্যও গোপন রেখেছেন। তার বিরুদ্ধে করা সেই পিটিশনে আরো অভিযোগ আনা হয়, ইমরান খান বিদেশি সংস্থা থেকে সাহায্য গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি রাজনৈতিক দল কর্তৃক বিদেশি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন। বর্তমানে সেই অভিযোগ খতিয়ে দেখছেন দেশটির সুপ্রিম কোর্ট। আর অভিযোগের প্রমান মিললে হয়তবা রাজনৈতিক প্রতিপক্ষ নওয়াজ শরীফের মতো এবার পাক রাজনীতির উদীয়মান নেতা ইমরান খানও কি ফেঁসে যাবেন।