News71.com
 International
 01 Aug 17, 01:05 AM
 216           
 0
 01 Aug 17, 01:05 AM

সৌদি জোটের অবরোধকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় আইনি অভিযোগ কাতারের।।  

সৌদি জোটের অবরোধকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় আইনি অভিযোগ কাতারের।।   

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করে দোহার উপর বাণিজ্য অবরোধ আরোপ করেছে সৌদি আরব ও তার সহযোগী অপর তিন দেশ। আর তাদের এ অবরোধকে চ্যালেঞ্জ করে এবার বিশ্ব বাণিজ্য সংস্থায় বৃহৎ আকারে আইনি অভিযোগ করেছে কাতার। কাতারের বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক আলী আলওয়ালিদ আল-থানি জানান,সৌদি আরব,বাইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সোমবার এ অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সৌদিসহ তিন দেশের বিরুদ্ধে করা অভিযোগের ও প্রতিশোধমূলক বাণিজ্য অবরোধ নিষ্পত্তি করতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কাতার। অন্যথায় বিশ্ব বাণিজ্য সংস্থায় করা আইনি অভিযোগের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটি। এদিকে,কাতারের দায়ের করা অভিযোগ বিষয়ে আগামী সপ্তাহে উদ্যোগী হতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা। তবে অভিযোগের বিষয়ে এখনও সৌদি ও তার সহযোগীদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে,সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে। পরে সংকট সমাধানে ১৩টি শর্ত দেয় দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চারটি আরব দেশ। এসব শর্ত মেনে নিতে ১০ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়। সেই সময়সীমা শেষ হলে শর্ত মেনে নিতে দোহাকে আরো ৪৮ ঘণ্টা সময় দেয় সৌদি আরব। তবে এসব শর্তের একটিও মেনে নেয়নি কাতার। পরে সংকট নিরসনের জন্য কাতারকে নতুন ছয়টি শর্তের তালিকা দিয়েছে সৌদি আরব ও তার তিন মিত্র দেশ-আমিরাত, বাহরাইন,মিসর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন