News71.com
 International
 31 Jul 17, 11:23 AM
 493           
 0
 31 Jul 17, 11:23 AM

পাকিস্তানে নেওয়াজ শরিফের অন্তর্বর্তী উত্তরসূরী আব্বাসির বিরুদ্ধেই ২২০ বিলিয়ন ডলার দুর্নীতির মামলা

পাকিস্তানে নেওয়াজ শরিফের অন্তর্বর্তী উত্তরসূরী আব্বাসির বিরুদ্ধেই ২২০ বিলিয়ন ডলার দুর্নীতির মামলা

নিউজ ডেস্ক : পানামা পেপার্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে পাকিস্তানের অপসারিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। অসদাচরণের জন্য নেওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলেও গত শুক্রবার রায় দেয় সর্বোচ্চ আদালত। এরফলে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন শরিফ। এই অবস্থায় পাকিস্তানের শাসক দল পিএমএল (এন) যাঁকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মনোনীত করেছে সেই শাহিদ খাকান আব্বসির বিরুদ্ধেই ঝুলছে প্রায় ২২০ বিলিয়ন ডলারের দুর্নীতির মামলা।

প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী আব্বাসি ২০১৫-তে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-র দায়ের করা এলএনজি আমদানি সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আব্বাসি অবশ্য বলেছেন, তিনি তাঁর বিরুদ্ধে আনা কোনও অভিযোগ নিয়েই ভীত নন। তিনি আরও বলেছেন, যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁদের নিজেদের দিকটা দেখার প্রয়োজন রয়েছে। এ সব কাজকর্মের জন্য তাঁদের লজ্জিত হওয়া উচিত। এনবিএ-তে দায়ের হওয়া অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে আওয়ামি মুসলিম লিগ নেতা শেখ রশিদ আহমেদ।

আগামীকাল পাক পার্লামেন্টে নেওয়াজ শরিফের জায়গায় আব্বাসি নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে মনে করা হচ্ছে। তার আগে এই খবর নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে পাকিস্তানের শাসক দল পিএমএল-এনকে । উল্লেখ্য গত শনিবার নেওয়াজ শরিফের নেতৃত্বে এক বৈঠকে শাসক দল পাকিস্তান মুসলিমলীগ-নেওয়াজের বৈঠকে স্থির হয়, শরিফের ভাই শেহবাজ শরিফ পার্লামেন্টের সদস্য নির্বাচিত না হওয়া পর্যন্ত পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন আব্বাসি। শাহবাজ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার ফের কুর্সি বদল হবে। সরকারের মেয়াদের বাকি দশ মাস প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরীফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন