আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং এর পরপরই কয়েকটি গুলির শব্দও শোনা গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,কমপক্ষে দু'টি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে ইরাকের দূতাবাসের কাছে। এছাড়া সূত্রের খবর,সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত একটি ছবি থেকে জানা যাচ্ছে,বিস্ফোরণের ফলে শের ই নও এলাকা ঘন কালো ধোঁয়ায় ভরে গিছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।