আন্তর্জাতিক ডেস্কঃ দেড় হাজার কেজি হেরোইনের একটি বিশাল চালান আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। ভারতে গুজরাটের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ভারতগামী একটি বিদেশী জাহাজ থেকে হেরোইনের এই চালান আটক করা হয়। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে সংবাদ পত্রের খবরে বলা হয়েছে ,উপকূলের একটি বাণিজ্যিক জাহাজ থেকে ওই হেরোইন উদ্ধার করে ভারতীয় উপকুল রক্ষি বাহিনী কোস্টগার্ড। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য ৫৫ কোটি ডলার (প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা)। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ডি কে শর্মা বলেন,এ পর্যন্ত এককভাবে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্ববৃহৎ চালান এটি।
উল্লেখ্য হেরোইনের প্রধান উপাদান আফিমের সর্ববৃহৎ উৎপাদক দেশ আফগানিস্তান। প্রতিবেশী দেশ হওয়ায় মাদক চোরাচালানের আকর্ষণীয় একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ভারতবর্ষ । জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় জানিয়েছে, আফগানিস্তান থেকে হেরোইন ভারত মহাসাগর হয়ে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় পাঠানো হয়। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে হেরোইন একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এক গবেষণায় দেখা যায়, ওই রাজ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৮ লাখ ৬০ হাজারেরও বেশি পুরুষ মাদক গ্রহণ করে,যার মধ্যে ৫৩ শতাংশই হেরোইনে আসক্ত।