News71.com
 International
 31 Jul 17, 01:04 AM
 200           
 0
 31 Jul 17, 01:04 AM

পূর্বের চেয়ে নমনীয় অবস্থানে সৌদি জোট ।। শর্ত সাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় রাজি

পূর্বের চেয়ে নমনীয় অবস্থানে সৌদি জোট ।। শর্ত সাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় রাজি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশের জোট কিছুটা নমনীয় হয়েছে। কাতার ইস্যুতে নিজেদের পূর্বের শক্ত অবস্থান থেকে কিছুটা পিছিয়ে তারা কাতারের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনা করতে রাজি হয়েছে। গতকাল রবিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এর আগে তিনি সৌদি আরব, মিসর ও সংযুক্তর আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন তিনি । পাশাপাশি আলোচনায় না এলে চার দেশের জোট কাতারের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

সাংবাদিক বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা বলেন, চার দেশ কাতারের সঙ্গে আলোচনা করতে রাজি। তবে তাদের সন্ত্রাসবাদ ও চরমপন্থায় মদতদান এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার স্পষ্ট ঘোষণা দিতে হবে। এছাডাও পূর্ব ঘোষিত ১৩ টি শর্তের ব্যাপারে কাতারকে ইতিবাচক সাড়া দিতে হবে। আল হায়াত নামের একটি সংবাদপত্র উপসাগরীয় দেশগুলোর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চারটি দেশ কাতারের ওপর নতুন করে অবরোধ আরোপ করবে যাতে দেশটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে গত শনিবার এক বিবৃতিতে কাতার অভিযোগ করে, সৌদি আরব পবিত্র হজ নিয়ে রাজনীতি করছে। তারা কাতারিদের মক্কায় গিয়ে হজ করতে বাধা সৃষ্টি করছে। কাতারের মানবাধিকার কমিশন আরও জানায়, কাতারিদের বলা হয়েছে, তারা মাত্র দুটি বিমানবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তাও আবার তাদের দোহা হয়ে আসতে হবে। যারা দোহায় বাস করেন না তাদের জন্য হজে যাওয়া চ্যালেঞ্জ হবে বলে কমিশন জানায়। কাতারের মানবাধিকার কমিশন এ বিষয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে বলেও জানা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন