News71.com
 International
 31 Jul 17, 12:09 PM
 452           
 0
 31 Jul 17, 12:09 PM

দূর্নীতি ইস্যুতে সরগরম পাক রাজনীতির ময়দান ।। চলছে পিএমএল-এন ও পিটিআই কাজিয়া

দূর্নীতি ইস্যুতে সরগরম পাক রাজনীতির ময়দান ।। চলছে পিএমএল-এন ও পিটিআই কাজিয়া

আন্তর্জাতিক ডেস্ক : শহিদ খাকান আব্বাসি পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত শহীদ খাকান আব্বাসির বিরুদ্ধেও দূরনীতির অভিযোগ আনলেন দেশটির পার্লামেন্টের বিরোধী দলনেতা ইমরান খান । দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান তাঁর টুইটে লিখেছেন, দুর্নীতিবাজ সহচরদেরই পছন্দ পাকিস্তান মুসলিমলীগনেতা নেওয়াজ শরিফের । তিনি লিখেছেন ২০০ কোটি ডলারের এলএনজি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত শহীদ খাকান আব্বাসি। তবে পিটিআই নেতা ইমরানের ট্যুইটের জবাবে শহীদ খাকান বলেছেন, ‘আমার বিরুদ্ধে সম্পদের অনিয়ম নিয়ে মামলা করতে চাইলে যে কেউ তা করতে পারেন। আমার সম্পদের বৃত্তান্ত পাকিস্তান গেজেটে প্রকাশিত। যাঁরা আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন, তাঁদের প্রথমেই নিজেদের দিকে তাকানো উচিত।’ তিনি গতকাল রোববার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) অন্যতম শরিক জমিয়ত উলেমা-ই-ইসলামি-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে ইসলামাবাদে বৈঠকের পর এ মন্তব্য করেন।

পানামা পেপারস কেলেঙ্কারিতে গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পরই তিনি ইস্তফা দেন। এক দিন পর তিনি ছোট ভাই ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। আর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দলের বিশ্বস্ত ও সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে। গতকালই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হোসেন আগামী মঙ্গলবার জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন। আর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় পরিষদ সচিবালয়। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরিফের পদচ্যুতি নিয়ে আনন্দ উদ্‌যাপনের জন্য গতকাল রাতে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করেছে পিটিআই। ওই সমাবেশে বিপুলসংখ্যক লোক সমবেত হন। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিজ বাসভবন পান্জাবের মারিতে চলে গেছেন।


এদিকে পিএমএল-এন সিনেটর আসিফ কিরমানি বলেছেন, খুব শিগগিরই জনতার মধ্যে ফিরে আসবেন তাদের নেতা নওয়াজ শরিফ। তিনি বলেন, জাতি ইমরান খান ও তাঁর প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের বিষয়ে জানার অপেক্ষায় আছে। বিদেশি তহবিলের মামলা চিরতরে ইমরান খানের রাজনীতি শেষ করে দেবে। উল্লেখ্য পিটিআই প্রধান ইমরান খানকে অযোগ্য ঘোষণার আবেদন করে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে। সম্পদ ও অফশোর কোম্পানির তথ্য গোপন করার অভিযোগে পিএমএল-এনের হানিফ আব্বাসি ওই মামলা করেছেন।


পিপিপি নেতা বিলওয়াল ভুট্টোর প্রতিক্রিয়া

এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পূত্র বিলওয়াল ভুট্টো পাক সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেছেন, প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। জবাবদিহির প্রয়োগ অবশ্যই ব্যাপকভিত্তিক ও নিরপেক্ষ হতে হবে। তাই ব্যাপক জবাবদিহি নিশ্চিত করতে পিপিপি আইন পাসের পক্ষে। তাঁর মতে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ায় সংসদ ও গণতন্ত্রের জন্য কোনো হুমকি তৈরি হয়নি। সিন্ধু প্রদেশের লারকানায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের (এনআইসিভিডি) উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন