News71.com
 International
 31 Jul 17, 11:57 AM
 226           
 0
 31 Jul 17, 11:57 AM

ইয়েমেনি সেনার হামলায় সংযুক্ত আরব আমিরাতের ১২ সেনা নিহত, আহত ২৩।।    

ইয়েমেনি সেনার হামলায় সংযুক্ত আরব আমিরাতের ১২ সেনা নিহত, আহত ২৩।।      

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় আরব আমিরাতের অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া ২৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমে তায়িজ প্রদেশের সমুদ্র উপকূলে আমিরাতের একটি যুদ্ধ জাহাজের উপর ইয়েমেনি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। সুত্র জানিয়েছে,আনসারুল্লাহ সেনারা বন্দরনগরী মোখার উপকূলে আমিরাতের একটি যুদ্ধ জাহাজের উপর গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হামলায় আরব আমিরাতের অন্তত ১২ সেনা নিহত ও ২৩ জন আহত হয়েছে।

জানা গেছে,আমিরাতের যুদ্ধ জাহাজটি বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সামরিক সরঞ্জামে ভর্তি ছিল। তাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে অভিযান। পরে বিমান থেকে পানি ছড়িয়ে জাহাজের আগুন নেভানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন