আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দলের ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের চীন বিষয়ে কোনো উত্তেজনাকর বক্তব্য প্রদান বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন । উল্লেখ্য ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ নিয়ে সম্প্রতি উভয় দেশের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যা সমাধানের চেষ্টা যাতে ভেস্তে না যায় সে জন্য ভারতীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সতীর্থ,সেনাপ্রধান,কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক-সহ সংশ্লিষ্ট সবাইকে মুখে কুলুপ আঁটারও নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি ভারত-চীনের সীমান্তবর্তী ডোকলামে চীন ও ভারতের সেনাদের মুখোমুখি অবস্থানে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধানে আলোচনার ওপর জোর দিয়েছে উভয় দেশ । ইতিমধ্যেই বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চীনের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে ফলপ্রসূ বৈঠকও হয়েছে। ফলে যুদ্ধকে এডিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছে ভারতের মোদি সরকার।
যদিও এর আগে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির চীন-বিরোধী গর্জনে পরিস্থিতি কেবল ঘোলাটেই হয়েছে। এর জন্য এবার স্বয়ং মোদি সবাইকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন। ভারত ও চীন উভয় দেশই চাইছে ডোকলাম থেকে পিছু হটবে দু'দেশের সেনাসদস্যরা । এছাড়াও ভারত আরও দাবী করেছে শিলিগুড়ি করিডর থেকে নামমাত্র দূরে চীনের পরিকাঠামো তৈরির কাজও বন্ধ রাখতে হবে। তবে সম্প্রতি ভারত ও চীন উভয় দেশই সীমান্তের সে বিরোধপূর্ণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছে।