News71.com
 International
 30 Jul 17, 05:48 AM
 206           
 0
 30 Jul 17, 05:48 AM

কেনিয়ার উপরাষ্ট্রপতি ভবনে হামলা, নিহত ২

কেনিয়ার উপরাষ্ট্রপতি ভবনে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটোর ভবনে হামলা হয়েছে। হামলার ঘটনায় এক বন্দুকধারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর এলডোরেটে। আজ রবিবার এ ঘটনার কথা জানিয়েছেন দেশটির স্থানীয় এক উর্ধ্বতন প্রশাসক। নিরাপত্তা বাহিনীর অভিযানে উপরাষ্ট্রপতির বাড়িতে হামলা ঘটনার অবসান হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

হামলার সময় উপরাষ্ট্রপতি রুটো ও তার পরিবারের সদস্যরা বাড়িটিতে ছিলেন না। রুটো কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার রানিং মেট, যিনি দ্বিতীয় এবং শেষবারের মতো প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আগামী ৮ অগাস্টের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত শনিবার রাতে পুলিশ জানিয়েছিল, হামলাকারীর কাছে একটি ধারালো অস্ত্র আছে এবং সে এক পুলিশ কর্মকর্তাকে আহত করেছে।

প্রাথমিকভাবে পুলিশ একাধিক হামলাকারী আছে বলে মনে করেছিল। সে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করায় এ বিভ্রান্তি ঘটে। কিন্তু হামলাকারীকে পরাস্ত করার পর মাত্র একজন নিহতকেই পাওয়া যায়। এ সময় তার হাতে নিহত পুলিশ কর্মকর্তার লাশও পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন