News71.com
 International
 30 Jul 17, 05:48 AM
 202           
 0
 30 Jul 17, 05:48 AM

অস্ট্রেলিয়ায় সিডনিতে বিমান ধ্বংসের ছক বানচাল, ধৃত ৪ জঙ্গি

অস্ট্রেলিয়ায় সিডনিতে বিমান ধ্বংসের ছক বানচাল, ধৃত ৪ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : গোপন সূত্রে আগাম খবর পেয়ে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক ভেস্তে দিল পুলিশ। রক্ষা পেল অস্ট্রেলিয়ার একটি বিমান। রবিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ কথা জানিয়েছেন। গতকাল শনিবার সিডনি থেকে সন্দেহভাজন চার সন্ত্রাসবাদীকে গ্রেফতারও করেছে সিডনি পুলিশ। টার্নবুল এ দিন জানান, সন্ত্রাসবাদীরা অস্ট্রেলিয়ার বড়সড় হামলা চালাতে পারে, সে খবর বেশ কয়েক দিন ধরেই গোয়েন্দাদের কাছে এমন আগাম খবর ছিল।

সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন, সিডনি বিমানবন্দরকে টার্গেট করেছে জঙ্গিরা। তাই খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। বিমানবন্দরের আশেপাশের এলাকায় তল্লাশি চালানোর সময়ই ওই চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ কমিশনার কলভিন জানিয়েছেন, একটি বিমানকে ধ্বংস করার পরিকল্পনা ছিল ওদের। এই পরিকল্পনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে। তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার পরিকল্পনা করেছিল তা এখনও জানা যায়নি। পুলিশের তরফে এটাও বলা হয়নি, কী ভাবে বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি এলাকায় বিমান ধ্বংসের পরিকল্পনা করেছিল জঙ্গিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন