News71.com
 International
 30 Jul 17, 03:44 AM
 211           
 0
 30 Jul 17, 03:44 AM

জিএসটির দারুণ প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে।।মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জিএসটির দারুণ প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে।।মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে জিএসটি চালু হয়েছে বেশি দিন হয়নি। অথচ এরই মধ্যে অর্থনীতিতে তার সুফল অনুভব করা শুরু হয়েছে। আজ মন কি বাতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় জিএসটিকে গুড অ্যান্ড সিম্পল ট্যাক্সের আখ্যাও দেন প্রধানমন্ত্রী মোদী । তিনি জানান, বহু মানুষ জিএসটি সম্পর্কে মতামত দিয়ে চিঠি লিখেছেন তাঁকে। কোনও গরিব যখন চিঠি লিখে তাঁকে জানান, জিএসটির ফলে রোজকার জিনিসপত্রের দাম কমেছে, তাঁর অত্যন্ত আনন্দ হয়। মোদী আরও বলেন এই জিএসটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সহযোগিতার উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে।

ভারতের ইতিহাসে অগাস্ট মাসের গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন, ইংরেজ ভারত ছাড় আন্দোলন ও শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা- সবই হয়েছে এই মাসে। স্বাধীনতা সংগ্রামীদের সাহসিকতাকে স্যালুট করেছেন তিনি। তাঁর কথায়, আজ আমাদের দেশের জন্য মরতে হবে না। দেশের জন্য বাঁচতে হবে, দেশকে নতুন নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে। আজ তার বক্তৃতা শুরু হয় দেশের বন্যা পরিস্থিতি দিয়ে। বলেন, বর্ষা এ দেশে কৃষকের মুখে যেমন হাসি এনে দেয়, তেমনই আনে বন্যা সংকট। তাঁর সরকার বন্যা দুর্গতদের সবরকমভাবে সাহায্য করছে বলে মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন