News71.com
 International
 30 Jul 17, 01:31 AM
 244           
 0
 30 Jul 17, 01:31 AM

যুদ্ধ উত্তেজনার মধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর কিনে নিল চীন

যুদ্ধ উত্তেজনার মধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর কিনে নিল চীন

নিউজ ডেস্ক : দক্ষিন চীন সাগর ও ভুটানের ডোকালাম সীমান্তে উত্তেজনার মধ্যেই শ্রীলঙ্কার একটি গভীর সমুদ্র বন্দর কিনে নিল চীন । উল্লেখ্য দীর্ঘ কয়েক মাসের বিতর্ক ও আলোচনা শেষে শ্রীলঙ্কার এই গভীর সমুদ্রবন্দরটি কিনে নিল চীনা প্রতিষ্ঠান । গতকাল শনিবার ১.১ বিলিয়ন ডলারের এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে । শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে । মুলত এই চুক্তির ফলে লোকসানে থাকা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটির ৭০ শতাংশ নিয়ন্ত্রণ পাবে চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস। যদিও এ চুক্তির তুমুল বিরোধিতা করেছে দেশটির শ্রমিক সংগঠনগুলো। চীনের সাথে এই চুক্তির ফলে এই অন্চলে চৈনিক প্রভাববলয় বাড়বে বলে আশঙ্কা ভারতের। শুধু ভারত একা নয়, নতুন এই চুক্তিতে উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলোও।

জানাগেছে শ্রীলঙ্কার দক্ষিণ কলম্বো থেকে ১৫০ মাইল দূরে অবস্থিত হাম্বানটোটা বন্দরটি । এটি দেশটির অত্যন্ত ব্যস্ততম পূর্ব-পশ্চিম বাণিজ্য রুটের মাঝখানে অবস্থিত। শ্রীলঙ্কার বন্দরমন্ত্রী মাহিন্দা সামারাসিং সাংবাদিকদের কাছে চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভূ-রাজনৈতিক উদ্বেগের বিষয়ে আমরা বিশ্ববাসিকে আশ্বস্ত করছি। তিনি আরও বলেন চীনা কতৃপক্ষ তাদের জানিয়েছে, চুক্তির সব কিছুই বাস্তবায়িত হবে শ্রীলঙ্কার প্রচলিত আইন অনুযায়ী। সুতরং এই চুক্তি নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন