আন্তর্জাতিক ডেস্ক : কাতারের ওপর আরোপ করা অবরোধের সর্বশেষ বিশ্ব পরিস্থিতি ও পরবর্তী করনীয় নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছে অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন চার উপসাগরীয় দেশ। বাহরাইনের রাজধানী মানামায় শনিবার বৈঠকে বসেছে সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। দু’দিনব্যাপী এ বৈঠক হবে বলে জানিয়েছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় । সন্ত্রাসবাদে অর্থায়ন, আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরবসহ আট দেশ। কাতার অবশ্য এ ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। মিসরের বিবৃতিতে বলা হয়, অবরোধ তুলে নিতে দেয়া শর্ত মানতে কাতারকে চাপ দেবে চারটি দেশ।
এদিকে, কাতার অভিযোগ করেছে, পবিত্র হজ পালন নিয়ে রাজনীতি করছে সৌদি আরব। কাতারের দাবি, পবিত্র মক্কায় হজ পালনে নিয়তকারী কাতারিদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল শনিবার কাতারের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) জানিয়েছে, কাতারি নাগরিকদের বলা হয়েছে তারা শুধু দুটি বিমানবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে এবং দোহা হয়ে না এলে তাদের ঢুকতে দেয়া হবে না। রিয়াদের এই নির্দেশনাকে কাতারি নাগরিকদের জন্য প্রতিবন্ধকতা হিসেবে দেখছে দোহা। কাতারের যেসব নাগরিক বিদেশে থাকে, তাদের জন্য এ নির্দেশনা মানা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বিদেশে থাকা কাতারিদের হজ পালনে মক্কায় যেতে তাদের আগে দোহায় আসতে হবে। এরপর সৌদি আরবে নির্দিষ্ট করে দেয়া দুটি বিমানবন্দরে যেসব ফ্লাইট যাবে, সেগুলো ধরতে হবে।