আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ । রীতিমত যুদ্ধের পরিস্থিতিতে মুখামুখি দাঁড়িয়ে ভারত-চীনের সেনাবাহিনী। ৬২ সালের পর এই প্রথম চীন সীমান্তে নজিরবিহীন সেনা মোতায়েন করেছে ভারত। সীমান্তে অ্যালার্টে রাখা হয়েছে সেনাবাহিনীকে। পাশাপাশি ভারত-চীন সীমান্তে ভারতীয় বায়ুসেনাকেও তৈরি রাখা হয়েছে।
জানা গিয়েছে, চীন সীমান্ত ঘেঁষে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এয়ারবেস তৈরি করতে চলেছে বায়ুসেনা। আগামী বছরের শুরুতেই ভারতের হাতে চলে আসবে অ্যাপাচে হেলিকপ্টার। কয়েক ধাপে প্রায় ২২টি অ্যাটাক কপ্টার আসছে বায়ুসেনার হাতে। সেগুলি প্রত্যেকটিই চীন সীমান্তে মোতায়েন করা হবে বলে আগে থেকেই ঠিক রয়েছে। এবার সেখানে পাকাপাকিভাবে বেশ করছে বায়ুসেনা। ইতিমধ্যে চীন সীমান্ত ঘেঁষে এই ধরণের হেলিকপ্টার রাখার অত্যাধুনিক হ্যাঙ্গার থেকে হেলিপ্যাড বানানোর কাজ শুরু করে দিয়েছে বায়ুসেনা। একই সঙ্গে অত্যাধুনিক পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দিয়েছে বায়ুসেনা।