News71.com
 International
 29 Jul 17, 11:27 AM
 204           
 0
 29 Jul 17, 11:27 AM

চীন সীমান্তে ভারতীয় সামরিক কতৃপক্ষ নির্মাণ করছে ৭৩টি রাস্তা  

চীন সীমান্তে ভারতীয় সামরিক কতৃপক্ষ নির্মাণ করছে ৭৩টি রাস্তা   

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্তের কাছে তৈরি করা হচ্ছে ৭৩টি রাস্তা। এর মধ্যে ২৭টি রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে বাকিগুলিও সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরেকেন্দ্র। গতকাল শুক্রবার ভারতীয় লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন তিনি। ২০২২ এর ডিসেম্বরের মধ্যেই সব কাজ সম্পূর্ণ হবে বলেও জানান তিনি।

আরও জানানো হয়েছে, জঙ্গল এলাকা, বন্যপ্রাণী থাকার জন্য এই কাজে একটু বেশি সময় লাগছে। এ ছাড়া এলাকাটি দুর্গম হওয়ায় ও আবহাওয়ার জন্য কাজের সময় সীমিত। পাশাপাশি হড়পা বানের আশঙ্কা থাকে। এ ছাড়া ভারত-চীন সীমান্তে চারটি রেললাইন তৈরির অনুমোদন মিলেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। চীন সীমান্ত লাগোয়া অঞ্চলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলেই এমন ৭৩টি রাস্তা তৈরি করছে কেন্দ্র। এর মধ্যে ৪৬টি তৈরি করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ২৭টি তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন