News71.com
 International
 29 Jul 17, 10:09 AM
 232           
 0
 29 Jul 17, 10:09 AM

কাশ্মীরে জঙ্গি ফান্ডিং বন্ধে সীমান্তের বাণিজ্য রুট বন্ধ করার সুপারিশ করল গোয়েন্দা সংস্থা এনআইএ

কাশ্মীরে জঙ্গি ফান্ডিং বন্ধে সীমান্তের বাণিজ্য রুট বন্ধ করার সুপারিশ করল গোয়েন্দা সংস্থা এনআইএ

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গী কাজে অর্থ সহায়তার অভিযোগ এনে জম্মু ও কাশ্মীরের উরি-পুঞ্চ সেক্টর দিয়ে ভারত-পাক বাণিজ্য বন্ধ করার সুপারিশ করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এনআইএ-র অভিযোগ, এই বাণিজ্যের মাধ্যমে নাশকতা ও জঙ্গি কার্যকলাপের জন্য প্রয়োজনীয় ফান্ডিং বা অর্থ জোগাড় করছে উপত্যকার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন। ভারতে নাশকতা কার্যকলাপের বিরুদ্ধে তদন্তের দায়িত্বপ্রাপ্ত এই কেন্দ্রীয় সংস্থার আরও দাবি, এই রুট বন্ধ করলে জঙ্গি-ফান্ডিং আপনা-আপনিই বন্ধ হয়ে যাবে।

দীর্ঘ সময় ধরে ভারতের জম্মু ও কাশ্মীরে লাগাতার জঙ্গি কার্যকলাপের জন্য কোথা থেকে অর্থ আসছে, তা তদন্ত করে দেখতে এনআইএ-কে দায়িত্ব দেয় ভারতের কেন্দ্রীয় সরকার । এর পর থেকেই গত বেশকিছুদিন ধরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও তার নেতাদের ওপরও নিবিড নজর রাখছিল এনআইএ। আর সেই তদন্তে এনআইএ-র হাতে যে তথ্য উঠে আসে, তা হল কিছুটা এই রকম। তদন্তকারী সংস্থার মতে, এই বাণিজ্যর ছত্রে ছত্রে মারাত্মক আকারে অনিয়ম রয়েছে।

এনআইএ-র দাবি, যে পণ্য ভারত থেকে পাকিস্তানে পাঠানো হচ্ছে, তার দাম ন্যয্য মূল্যের চেয়ে অনেক বেশি রাখা হচ্ছে। কিন্ত, সেই অঙ্কের পণ্য যখন ভারতে আনা হচ্ছে, তখন বেশি পণ্য ঢুকছে। আবার তার দামও কম দেখানো হচ্ছে। এই তারতম্য থেকে যে লাভ হচ্ছে, তা চলে যাচ্ছে সন্ত্রাসবাদীদের হাতে। সব বিচার করে সম্প্রতি এই বাণিজ্য রুট বন্ধ করার সুপারিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে করেছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, উরি-পুঞ্চ সেক্টর দিয়ে ২০০৮ সাল থেকে বাণিজ্য চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর গত প্রায় এক দশক ধরে চলা এই আন্তর্জাতিক বানিজ্যের অন্তরালেই চলছে জঙ্গিদের অর্থের বিশাল লেনদেন। আর মুলত এই সঠিক অর্থ যোগান থাকার কারনেই সরকারকে জঙ্গী তৎপরতা বন্ধে হিশশিম খেতে হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন